ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ বার্তা শিক্ষার্থীদের উদ্দেশে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ বার্তা শিক্ষার্থীদের উদ্দেশে ছবি: সংগৃহীত

ঢাকা, জুলাই ২৫, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্দেশে আটটি বার্তা দিয়েছে। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ এক বিবৃতিতে এসব বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বার্তাগুলো হলো:

বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো- রংপুরের আবু সাঈদসহ নিহতদের স্মরণ করুন; তাঁদের কবর জিয়ারত করুন; পরিবারের প্রতি সমবেদনা জানান; হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন; সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন; মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন; হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন; হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন; যাঁরা যে স্থানে আন্দোলন করেছেন, নতুন করে সংগঠিত হন; নিরাপদে থাকুন, চিকিৎসা নিন ও গ্রেপ্তার এড়ান; ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন; ইন্টারনেটনির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন; আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব; শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন; শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা-নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে জানানো হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনকে তারা চূড়ান্ত সমাধান হিসেবে মানছেন না। আন্দোলনকারীরা একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন, যা কোটাপদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারক করবে।

 

বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কার নিয়ে ২০১৮ সালের আন্দোলনের পরে সরকার যে পরিপত্র জারি করেছিল, তা ছয় বছর পর বাতিল করা হয়। তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের ওপর তাদের বিশ্বাস নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং প্রজ্ঞাপন জারির সঙ্গেই এ আন্দোলনের সমাপ্তি ঘটবে না।



 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ