পল্টনে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
আপলোড সময় :
২৬-০২-২০২৫ ১০:৩৮:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০২-২০২৫ ১০:৩৮:০০ পূর্বাহ্ন
রাজধানী পুরানা পল্টনের জামান টাওয়ারের অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় দু’জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৯টি ইউনিট। বাকি ৫টি ইউনিট অপেক্ষায় ছিল। তবে তাদের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় আগুন লেগেছে। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। একই সাথে ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স