ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:২৮ অপরাহ্ন
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর মধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন নয়জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ১২ জন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন পদে থাকা অনেক কর্মকর্তাকেই বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর একদিন আগে ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ