ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:০৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:০৮:৩৪ অপরাহ্ন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিয়ে এই নির্দেশনা জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সার্বিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিচুর রহমান ভূঁঞা।

বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি অধ্যাপক. ড. এসকে. শরীফুল আলম বলেন, আজ বিকেলে ৯৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় কেউ কেউ সশরীরে উপস্থিত ছিলেন, কেউ কেউ অনলাইনে যুক্ত হয়েছিলেন।

হল ছাড়ার নির্দেশনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে হলগুলো বন্ধ করার অনেকগুলো কারণ রয়েছে। এক কথায় বলতে গেলে, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা স্বার্থে এটি বন্ধ করা হয়েছে। তাদের নিরাপত্তাটাই আগে নিশ্চিত করা দরকার। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে।'

বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই কিছু অংশে, সেগুলোর নির্মাণকাজ চলছে। শেষ হলে বিশ্ববিদ্যালয় অনেকাংশে সুরক্ষিত হবে, বলেন তিনি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার জন্য দুই সংগঠনই পরস্পরকে দায়ী করছে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যার্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপচার্যের অপসারণসহ ৬ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তাল কুয়েট।

এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরেও তারা ভিসির বাসভবনে তালা ঝোলাতে যায়। তবে শিক্ষকদের বাধার মুখে তারা ফিরে যায়।

সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে কুয়েটের হল, ক্যাম্পাস ও আশেপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করার অনুরোধ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ