ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বাংলাদেশের বিদায়, রাচিনের সেঞ্চুরিতে জিতে সেমিতে নিউজিল্যান্ড

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১১:৩৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১১:৩৯:২৫ অপরাহ্ন
বাংলাদেশের বিদায়, রাচিনের সেঞ্চুরিতে জিতে সেমিতে নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ভারতের কাছে সেই হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না টাইগারদের। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে নেমে জয়ের জন্য লড়াইটুকুও করতে পারেনি লাল-সবুজের দল। আগে ব্যাট করে বড় পুঁজি সংগ্রহ করতে পারেননি নাজমুল হোসেন শান্তরা, ২৩৭ রানের লক্ষ্য দেন কিউইদের। এরপর বল করতে নেমে শুরুতেই বোলাররা ব্রেক থ্রু এনে দিলেও পরে অনায়াসেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাচীন রবীন্দ্রর দুর্দান্ত শতকে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

নিজেরা সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ভারতকেও সঙ্গে নিল নিউজিল্যান্ড। উভয়ের অর্জন দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট। অন্যদিকে, বাংলাদেশের পাশাপাশি প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। টানা দুই হারে উভয়ের নামের পাশে পয়েন্ট শূন্য।

বাংলাদেশ বল করতে নামার পর প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। টাইগার স্পিডস্টারের করা ওভারের ষষ্ঠ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন উইল ইয়াং। এরপর দলীয় ১৫ রানেই বিদায় নিতে হয় কিউইদের আরেক অভিজ্ঞ ব্যাটারকে।

ইয়াং ফেরার পর ক্রিজে আরেক ওপেনার কনওয়ের সঙ্গী হয়েছিলেন কেইন উইলিয়ামসন। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারেই নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় উইলিয়ামসনকে।

এদিকে উইলিয়ামসন ফেরার পর কনওয়েকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন রাচীন রবীন্দ্র। এ দুজন মিলে টাইগার বোলারদের দেখেশুনে খেলে গড়েছিলেন ৫৭ রানের জুটি। তবে ষোড়শ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তিনি ৪৫ বলে করেছেন ৩০ রান।

কনওয়ে ফেরার পর ক্রিজে রবীন্দ্রের সঙ্গী হন ল্যাথাম। এ দুজন মিলে দুর্দান্ত এক জুতী গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। চতুর্থ উইকেটে রবীন্দ্র-ল্যাথাম জুটি স্কোরবোর্ডে যোগ করেছে ১২৯ রান। ল্যাথামের সঙ্গে এ জুটি গড়ার পথে নিজের ব্যক্তিগত শতকের দেখাও পান রবীন্দ্র। ৯৫ বলে ১০০ করা রবীন্দ্র অবশ্য দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। তার আগেই, ব্যক্তিগত ১১২ রানে থাকার সময়ই রিশাদ হোসেনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

রবীন্দ্র ফেরার পর ল্যাথামও সাজঘরে ফিরেন রান আউট হয়ে। তবে ৫৫ রান করে দলীয় ২১৪ রানে ল্যাথাম ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি কিউইদের। এরপর গ্লেন ফিলিপ্স ও মাইকেল ব্রেসওয়েল মিলে ২৬ রানের জুটি গড়ে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।

নিউজিল্যান্ডের এই জয়ে বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তানও। ভারত-নিউজিল্যান্ড, এ দুই দলই দুইটি করে জয় পাওয়ায় শীর্ষ দুই দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।

এদিকে এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিমের পর দুই অভিজ্ঞতম ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়ও দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক শান্ত ওপেনিংয়ে নেমে খেলেন ৭৭ রানের ইনিংস, এছাড়া জাকের আলির ৪৫ ও রিশাদ হোসেনের ২৬ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ গড়তে পারে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ