ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গুলি নয়ঃ র‍্যাব

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৫-০৭-২০২৪ ১০:৫৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৪ ১০:৫৭:২৩ অপরাহ্ন
হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গুলি নয়ঃ র‍্যাব

বিক্ষোভ দমনে র‍্যাবের হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে আলোচনার মধ্যে র‍্যাব একটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু কোনো গুলি চালানো হয়নি। বৃহস্পতিবার রাত আটটার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

র‍্যাবের বার্তায় বলা হয়, সহিংসতা ও নাশকতার সময় দুর্বৃত্তরা শিশু-কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

 

র‍্যাব জানায়, রাজধানীর বাড্ডা ও নারায়ণগঞ্জের শিমরাইলে দুর্বৃত্তরা সহিংস আক্রমণ চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে এবং ভবনে অগ্নিসংযোগ করে। ১৮ জুলাই বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের আক্রমণে আটকে পড়া ডিএমপি সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে উদ্ধার করে র‍্যাবের হেলিকপ্টার। ২০ জুলাই নারায়ণগঞ্জের শিমরাইল থেকে ৩৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনকে হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করা হয়।

 

র‍্যাব বলছে, তারা জনসাধারণের জানমালের নিরাপত্তা, সরকারি স্থাপনার সুরক্ষা, এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ফোর্সেসের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ