সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনে গুলিবিদ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, "বেশ কিছুদিন যাবত এই মর্মান্তিক সময় অতিবাহিত হয়েছে। নিহত ও গুলিবিদ্ধদের জন্য আমরা দুঃখিত। যারা গুলিবিদ্ধ অবস্থায় আছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী নির্দেশে আমরা এখানে এসেছি।"
তিনি আরও বলেন, "বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। একজন শিক্ষার্থী আইসিইউতে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলো তদন্ত করছে এবং যাদের দোষী পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।"
শিক্ষামন্ত্রী নওফেল বলেন, "পরিস্থিতি শান্ত হলে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে। আমরা চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক।"
এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, "পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সাথে আলোচনা করে পরীক্ষার রিশিডিউল করা হবে। বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলোরও রিশিডিউল করা হবে।"
এই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।