ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রমনায় পিকআপের ধাক্কায় নিহত ১

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন
রমনায় পিকআপের ধাক্কায় নিহত ১
রাজধানী রমনার বেইলি রোডে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আশিক (২৫)। গুরুতর আহতের নাম মো. রাসেল (৩০)। তিনি মোটরসাইকেল চালক।

তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যান ব্যাটেলিয়ান আনসারের সদস্য ফয়েজ। তিনি বলেন, আমি ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই, রমনার বেইলি রোডের বটতলা এলাকায় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে পড়ে দুজন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাই। এদের মধ্য থেকে একজন মারা যান। আরেকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।

ব্যাটেলিয়ান আনসার সদস্য ফয়েজ আরও বলেন, তাদের দুজনের পরিচয় এবং তারা কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ