আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না: সংবাদ সম্মেলনে শান্ত
আপলোড সময় :
১৯-০২-২০২৫ ০৭:২৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০২-২০২৫ ০৭:২৪:০৬ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন বুধবার সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিগত পারফরম্যান্স এবং সমসাময়িক পারফরম্যান্সে আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি।
২০১৭ সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ভারতের কাছেই। তাতে, ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার হয়। যেখান থেকে শেষ হয়েছিল, এবার শুরুটা একই জায়গা থেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিতে পার্থক্য থাকলেও শান্ত সেদিকে নজর দিচ্ছেন না।
ম্যাচের আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকতে বলা কথাগুলোর পুনরাবৃত্তিই করেছেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব।
শান্ত বলেন, ‘আমরা যদি এই ফরম্যাটে (ওয়ানডে) তাকাই, তাহলে আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমাদের দল এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারে। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো দিন যেকোনো দলকে হারানো সম্ভব।’
ঘরের মাটিতে সবশেষ সিরিজে ভারতকে হারানো প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘সবশেষ যখন আমরা ভারতের বিপক্ষে খেলেছিলাম, আমাদের মুহুর্তগুলো স্মরণীয় করেছিলাম। কিন্তু সেটা অতীত, আমার মনে হয় কাল যদি আমরা ভালো খেলি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য একটি ভালো ম্যাচ হবে।’
বাংলাদেশের স্কোয়াডে যেমন নেই দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব, ভারতীয় দল তেমনি পাচ্ছে না সময়ে সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে। এমন ক্ষুরধার একজন বোলারকে খেলতে না হওয়ায়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তিরই হওয়ার কথা। তবে শান্তর দাবি, তারা বুমরাহর না থাকা নিয়ে এতটা ভাবিত নন।
কোনো একজন ক্রিকেটারকে নিয়ে ভাবছি না আমি। ওদের মানসম্পন্ন ক্রিকেটার আরও অনেক আছে। আমরা ভাবছি কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।
টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে, মূল আসরে মাঠে নামার আগে শান্তর কন্ঠে আবারও ঝরল আত্মবিশ্বাস।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। মিশনের প্রথমে ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। খেলা হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু।
বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। দুটি ম্যাচই হবে লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স