ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন গ্রেপ্তার
যশোর থেকে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুরে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। পরে রাতে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন পুলিশের সদস্যরা। তবে রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে। এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।

পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি জানান, যৌথ বাহিনী হেফাজতে নেয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ