ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০২:৫৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০২:৫৩:৫২ অপরাহ্ন
ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না
সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজবের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। এ সময় তার বাম হাতে ক্যানোলা লাগানো ছিলো। তাকে ধরে ধরে গাড়ি থেকে নামানো হয়। পরে গণমাধ্যমকে জেড আই খান পান্না বলেন, আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো।

এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মত জেড আই খান পান্নার ভূয়া মৃত্যু সংবাদ ছড়ানো হলো।

এ বিষয়ে জেড আই খান পান্না অ্যান্ড এসোসিয়েটের এসোসিয়েট মেম্বার আসাদুজ্জামান বাবু এক ফেসবুক পোস্টে বলেন, জেড আই খান পান্না শারীরিক ভাবে সুস্থ আছেন, ভালো আছেন।

গত জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে অংশ নিয়েছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি দায়ের করেন। শুনানিতে রিটের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনীক আর হক এবং অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম উপস্থিত ছিলেন। তবে, হাইকোর্ট এই রিটটি খারিজ করে দেন এবং পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পরবর্তীতে জেড আই খান পান্নার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, তবে হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করতে ইচ্ছুক।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ