ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

‘নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়’

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১০:৫৪:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১০:৫৪:২৪ পূর্বাহ্ন
‘নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়’
নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভের কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।

তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি, যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ