ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে বিশাল হার টাইগারদের

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৫৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৫৬:৪৫ অপরাহ্ন
প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে বিশাল হার টাইগারদের
বিশাল এক হার সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বিশাল হার হজম করে নাজমুল হোসেন শান্তর দল।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান 'এ' দল।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেল পাকিস্তান শাহিনসের কাছে। পাকিস্তান ‘এ’ দলই শাহিনস নামে পরিচিত। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে পুরোপুরি ‘এ’ দল বলারও উপায় নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলগুলোর প্রস্তুতিতে সাহায্য করার জন্য শাহিনস নামে তিনটি দল গড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তিন শাহিনসের একটির বিপক্ষে আজ দুবাইয়ে নাজমুল হোসেনের দল ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায় ২০২ রান করে। ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় পাকিস্তান শাহিনস।

বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস, অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান।

স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন (আউট হবেন সর্বোচ্চ ১০ ব্যাটসম্যান), এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্য স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকারও বেশি দূর এগোতে পারেননি, ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।

বাংলাদেশের পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে আর তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান।

টপ অর্ডারে এমন ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররাও তাদের পথই ধরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়ে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন তিনি। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাটে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ