স্বর্ণের ভরি এখন ইতিহাসে সর্বোচ্চ
আপলোড সময় :
১৭-০২-২০২৫ ১০:৪৯:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৫ ১০:৪৯:১২ অপরাহ্ন
চলতি মাসে দেশের বাজারে স্বর্ণের দাম চতুর্থ দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারে স্বর্ণের ভরির দাম দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এবারে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ এক হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত পহেলা ফেব্রুয়ারি, ৫ই ফেব্রুয়ারি ও ১০ই ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এছাড়া জানুয়ারি মাসেও তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সে হিসেবে চলতি বছর সাত বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স