<!-- Google tag (gtag.js) --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=G-YCRFFSPMGR"></script> <script> window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-YCRFFSPMGR'); </script>
ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ যুবক

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১০:১৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১০:১৭:২৭ অপরাহ্ন
গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ যুবক
ভোলার তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরুচোর নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ভোলা মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে আইগত প্রকৃয়া চলমান রয়েছে বলে জানান থানা পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে এলকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে চোরদের ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ভোর ৪টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করেন। মৃত দুই চোর হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ভোলা মর্গে প্রেরণ করেন। 

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় সোনাপুরে দুই চোরকে গণধোলাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করলে লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত প্রকৃয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ