ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

জয়পুরহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৪:৪৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৪:৫১:২২ অপরাহ্ন
জয়পুরহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া জয়পুরহাট শহরে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে কোটা আন্দোলনকারীদের অগ্রসর হতে বাধা দেয় পুলিশ
জয়পুরহাট শহরে কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েকশ’ সাধারণ শিক্ষার্থী জড়ো হয়। তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে সড়কে নেমে বিক্ষোভ করে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয় মোড় এলাকার সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় পুলিশ রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের অগ্রসর হতে বাধা দেয়। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় অভিমুখে রওয়ানা হয়। তারা শহরের ডা. আবুল কাশেম ময়দানের কাছে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আবারও পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করলে তখন শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেয়। প্রায় আধা ঘন্টার ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। পরে শহরের বাটার মোড়ে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা চলে যান। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ