ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না: প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ১০-০২-২০২৫ ০২:২৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ০২:২৬:২০ অপরাহ্ন
কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না: প্রধান উপদেষ্টা
কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।

জুলাইয়ে আহত তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা (স্বৈরাচার) চলে যায়নি। তোমাদের গ্রামে আছে তোমরা কিছু করো। তাদের বোঝাও যে তাদের স্বভাব পরিবর্তন করতে হবে। তাদের স্বভাবে তারা চলবে এটা হবে না। তবে মারপিট করে এটা সম্ভব না।

সোমবার সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এসব বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। তোমরা তাৎক্ষণিক বিচার চাও। এটা তাৎক্ষণিক হলে অবিচার হয়ে যাবে। বিচারের মূল বিষয় হলো সুবিচার। বিচার চলতে থাকুক। যারা অপরাধী তাদের পুলিশের হাতে যথেষ্ট সাক্ষী প্রমাণসহ তুলে দাও। আমরাই যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি বলেন, যারা বিচারযোগ্য তাদের বিচার হবে। কিন্তু যারা অপরাধী না তাদের সৎপথে নিয়ে আসতে হবে। তাদের বোঝাতে হবে তারা ভুল। তাদের বলতে হবে তোমরা বিগত সময়ে আমাদের ওপর অনেক অত্যাচার অবিচার করেছো। কিন্তু এ দেশ তোমার আমার। কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না। যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ