ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নীতি সুদহার অপরিবর্তিত রেখেই আজ ঘোষণা হচ্ছে মুদ্রানীতি

আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
নীতি সুদহার অপরিবর্তিত রেখেই আজ ঘোষণা হচ্ছে মুদ্রানীতি
নীতি সুদহার অপরিবর্তিত রেখেই অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ ফেব্রুয়ারী) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সেমিনার কক্ষে দুপুর ৩টায় গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা করবেন।

তার আগে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। জানা গেছে, নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও আপাতত তা অপরিবর্তিত থাকছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আসছে না।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মূল্যস্ফীতি কমানোকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে। আগের মাস শেষে যা ১০ দশমিক ৮৯ শতাংশ ছিল। যে কারণে আপাতত নীতি সুদহার আর বাড়ছে না। তবে শিগগির তা কমানোও হবে না। আবার গত ডিসেম্বর মাসে বহির্বিশ্বের সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেন ভারসাম্যে বড় ধরনের উন্নতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ