ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (তারিখ উল্লেখ) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন—

  • উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ
  • কাওরাইদ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন
  • আওয়ামী লীগ কর্মী মেহেদী হাসান বাপ্পী
  • মাটিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান
  • বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লার ছেলে সজিব
  • শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা
  • তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান
  • ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুন
  • বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ
  • মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেন

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ