জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি অনার্স কোর্সকে তিন বছরে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করা হবে। ফলে শিক্ষার্থীরা দুটি পৃথক সার্টিফিকেট পাবেন—একটি অনার্স এবং অন্যটি ডিপ্লোমা সার্টিফিকেট।
রবিবার (তারিখ উল্লেখ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক।
অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি উন্নতমানের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভালো শিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় মনোযোগ দেওয়া উচিত। কারণ কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে ভালো চাকরির সুযোগ তৈরি হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সকে দুই ভাগে বিভক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, "এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা অনার্স পড়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি চাকরির জন্যও যোগ্য হয়ে উঠবে। ফলে তারা দ্রুত কর্মসংস্থানে প্রবেশ করতে পারবে।"
শিক্ষার মান উন্নয়নে গণিত ও বিজ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অধ্যাপক আমিনুল ইসলাম। তিনি বলেন, “গণিত ও বিজ্ঞান গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাদের বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে ব্যাপক গবেষণা ও প্রতিযোগিতা চলছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এআই-ভিত্তিক শিক্ষা ও গবেষণার উপযোগী করতে হবে, যাতে ভবিষ্যৎ নেতৃত্বে আমরা এগিয়ে থাকতে পারি।”
তিনি এআই-এর মৌলিক, তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণায় গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।