ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ব্রাজিলে বাংলাদেশ আওয়ামীলীগের রয়েছে শাখা কমিটি

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ১২:৪২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ১২:৪২:৩৩ অপরাহ্ন
ব্রাজিলে বাংলাদেশ আওয়ামীলীগের রয়েছে শাখা কমিটি
স্বপ্নীল চৌধুরী জাবেদঃ বিশ্ব মানচিত্রেঁ অন্যতম বৃহত্তম একটি দেশের নাম ব্রাজিল। যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি রহস্যে ঘেরা আমাজান জঙ্গল। ব্যক্তিগত ভাবে আমি ব্রাজিল সম্পর্কে পরিচিত হয়েছি তাদের বিশ্ব চ্যাম্পিয়ান ফুটবল খেলা দেখে। আমার জানা মতে ব্রাজিলে কমবেশি সকল দেশের নাগরিকদের আনাগোনাসহ বসবাস রয়েছে। প্রতি বছর এই দেশটিতে ব্যাপক আকারে টুরিষ্টদের আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু সেখানে যে বড় আকারে বাংলাদেশীদের বসবাস রয়েছে তা ছিল আমার অজানা। আমি আশ্চর্য হয়েছি সেখানে বাংলাদেশীদের মাঝে রাজনৈতিক চেতনা তৈরি হয়েছে তা দেখে, যার জ্বলন্ত উদাহরণ ব্রাজিল শাখা বাংলাদেশ আওয়ামীলীগের ৪৭ বিশিষ্ট কমিটি। যদিও এই কমিটিকে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটি এখনোও অনুমোতি না দিলেও  কমিটির সদেস্যদ্বয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার-প্রচারনা সহ দলীয় সকল কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে। এই কমিটি সর্বশেষ দলীয় কর্মসূচি পালন করেন গত ২৩শে জুন (রবিবার) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্রাজিলের সাউ পাওলো শহরের অভিজাত হোটেলে জাকজমক অয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন ব্রাজিল শাখা কমিটি। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল শাখা আওয়ামীলীগের সম্মনীত সভাপতি- লিটন আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অত্র কমিটির সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ব্রাজিলে অবস্থানরত প্রবাসি বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ। ব্রাজিল শাখার বাংলাদেশ আওয়ামীলীগ কমিটির সংক্ষিপ্ত পরিচয় নি¤েœ তুলে ধরা হলো, যথা- ১। লিটন আহম্মেদ -সভাপতি, ২। মোঃ শাহীন মাহবুব- সহ-সভাপতি, ৩। মোঃ গোলাম সরওয়ার- সহ-সভাপতি, ৪। মোঃ মাহবুবুর রহমান- সহ- সভাপতি, ৫। জিয়াউর রহমান- সহ-সভাপতি, ৬। মোঃ আবুল হাশেম হিরু- সহ-সভাপতি, ৭। মোঃ সিটু মিয়া- সাধারণ সম্পাদক, ৮। পলাশ চন্দ্র মজুমদার- যুগ্ম সাধারণ সম্পাদক, ৯। মহিন উদ্দিন- যুগ্ম সাধারণ সম্পাদক, ১০। মোতাহার হোসেন- যুগ্ম সাধারণ সম্পাদক, ১১। মোঃ মিলন- যুগ্ম সাধারণ সম্পাদক, ১২। মোঃ শাফিউল ইসলাম- যুগ্ম সাধারণ সম্পাদক, ১৩। মোঃ শাহীদুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, ১৪। মোঃ আমজাদ হোসেন- প্রচার সম্পাদক, ১৫। গোসাই দেব- সহ প্রচার সম্পাদক, ১৬। সুমেল মিয়া- অর্থ সম্পাদক, ১৭। আবু বক্কর সিদ্দিক- সহ অর্থ সম্পাদক, ১৮। ওয়াহিদ মিয়া- প্রকাশনা বিষয়ক সম্পাদক, ১৯। আতশ মিয়া- সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক, ২০। আব্দুল সাত্তার- দপ্তর সম্পাদক, ২১। মোঃ আমিন- সহ দপ্তর সম্পাদক, ২২। সোহেল মিয়া- সমাজকল্যান বিষয়ক সম্পাদক, ২৩। মোঃ মনিরুজ্জামান- সহ সমাজকল্যান বিষয়ক সম্পাদক, ২৪। মোহন পাল- শিক্ষা বিষয়ক সম্পাদক, ২৫। মোঃ সোহেল রানা- সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, ২৬। চানাক হরিসি- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ২৭। গোলাম মাওলা- সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ২৮। নাজমুল ইসলাম- আইন বিষয়ক সম্পাদক, ২৯। জালাল আহমেদ- সহ আইন বিষয়ক সম্পাদক, ৩০। নুরুল আবসার টুটুল- তথ্য ও গবেষনা সম্পাদক, ৩১। মিজানুর রহমান- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৩২। আব্দুল কাইয়ুম- সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৩৩। সাহেব উদ্দিন- ধর্ম বিষয়ক সম্পাদক, ৩৪। মোঃ কাউসার- সহ ধর্ম বিষয়ক সম্পাদক, ৩৫। মফিজুর রহমান- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ৩৬। আলামিন সিকদার- সহ আন্তর্জতিক বিষয়ক সম্পাদক, ৩৭। তপী রানী দেব- মহিলা বিষয়ক সম্পাদক, ৩৮। শামিমা আক্তার- সহ মহিলা বিষয়ক সম্পাদক, ৩৯। সাফিজ উদ্দিন- সদস্য, ৪০। মোঃ আজিজুল হাকিম- সদস্য, ৪১। মোঃ কাউসার আহমেদ- সদস্য, ৪২। মোঃ আসাদুজ্জামকান রিপন- সদস্য, ৪৩। কামরুল ইসলাম- সদস্য, ৪৪। শামীম আহমেদ- সদস্য, ৪৫। মানিক মিয়া- সদস্য, ৪৬। শামীম মিয়া- সদস্য, ৪৭। মোঃ করিম উদ্দিন- সদস্য প্রমুখ ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ