ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:০৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:০৪:৪২ অপরাহ্ন
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান মো কামরুল হোসেন সুমন,মনপুরা,ভোলাঃ ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৬ জন মেধাবী ছাত্রীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি বিতরন করা হয়। অভ্যন্তরীন পরিক্ষায় ভালো ফলাফলের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের কে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়। মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাহফুজা খতুন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন। এই সময় কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্তি ছত্রীরা হলেন একাদশ শ্রেনীর জয়তুন নেছা,বৈশাখী চক্রবর্তী, তিশা মনি। ও দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসপিয়া নিশাদ অর্পি,আমেনা বেগম শান্তা,মারিয়া জাহান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার, আব্দুল হান্নান, দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসপিয়া নিশাদ অর্পি প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, অভিবাবক, ছাত্রী, গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ