টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল
একদিন বিরতির পর আজ রোববার ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল আর চিটাগং কিংস।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস প্রথমে ব্যাটিং করবে।
চিটাগং আর বরিশালের পয়েন্ট সমান, ৬ ম্যাচে ৪টি করে জয়। তবে রানরেটে এগিয়ে থাকায় বরিশাল দুইয়ে আর চিটাগং আছে তিন নম্বরে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স