ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

এ আর রহমানের চরিত্র নিয়ে যা বললেন সোনু নিগম

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-০১-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
এ আর রহমানের চরিত্র নিয়ে যা বললেন সোনু নিগম
ভারতবর্ষের তো বটে, বিশ্ব সংগীতের অন্যতম সম্পদ মনে করা হয় তাকে। সবাই তাকে শ্রদ্ধা করেন তার মহান সব সৃজনশীলতার জন্য। গান দিয়ে তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। পেয়েছেন অনেক পুরস্কার ও স্বীকৃতি; যার মধ্যে অস্কারও রয়েছে।

সেই সফল মানুষ এ আর রহমান মিশুক নন বলে দাবি করলেন বলিউডের গায়ক সোনু নিগম। বলিউড হাঙ্গামা এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি গায়ক সোনু নিগম খ্যাতনামা সুরকার এ আর রহমানের সঙ্গে তার পেশাদার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি রহমানের চরিত্রের নানা দিক নিয়ে আলোচনা করেছেন।

এক সাক্ষাৎকারে সোনু বলেন, রহমান ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে চলেন। তিনি শুধুমাত্র সঙ্গীত এবং আধ্যাত্মিকতার প্রতি মনোযোগী। রহমানকে তিনি একজন বন্ধুহীন কিন্তু শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। সোনু বলেন, ‘তিনি সম্পর্ক তৈরি করেন না। তিনি সেই ধরনের ব্যক্তি নন, যার কোনো সম্পর্ক থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘তিনি কাউকে নিজের কাছে আসতে দেন না। অন্তত আমি তাকে কখনো কারো সঙ্গে মন খুলে বলতে দেখিনি। হয়তো তার পুরনো বন্ধুদের কাছে তিনি খোলামেলা থাকেন যারা তাকে ‘দিলীপ’ নামে চেনেন। তবে আমি তাকে কখনো কাউকে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি করতে বা খোলামেলা হতে দেখিনি। তিনি বন্ধুবৎসল ব্যক্তি নন, তিনি শুধু তার কাজে ডুবে থাকেন।’


সোনু নিগাম এই মন্তব্যগুলো করেছেন বহুবছর ধরে এ আর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও দেখার দৃষ্টিকোণ থেকে। তারা প্রথম একসঙ্গে কাজ করেন ১৯৯৭ সালের সিনেমা ‘দাউদ’- এর সাউন্ডট্র্যাকে। সেই অভিজ্ঞতা নিয়ে সোনু স্মৃতিচারণা করে বলেন, রহমানের কাজের ধরন তাকে প্রথমে মুগ্ধ করেছিল। তিনি সোনুকে গানগুলো স্বাধীনভাবে গাওয়ার সুযোগ দিয়েছিলেন।

সাক্ষাৎকারে সোনু আরও জানান, ‘আমরা একসাথে যুক্তরাষ্ট্রে ট্যুরে গিয়েছিলাম, কিন্তু আমাদের সম্পর্ক ছিল সীমিত। আমাদের মধ্যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় হতো। তিনি কখনো গসিপ করতেন না। তিনি আসলে এগুলো করেন না কখনো। তিনি আড্ডা দিতে পারেন না। এটি তার দুর্বলতা নয়। তিনি এমনই।’

তবে সোনু রহমানের কঠোর শৃঙ্খলা এবং সদয় স্বভাবের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তিনি তার কাজ এবং তার প্রার্থনায় মগ্ন থাকেন। তিনি কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলেন না। তিনি কখনো কাউকে আঘাত করেন না। তিনি কাউকে মনক্ষুন্ন করতে চান না। তিনি তার পরিবারে মনোযোগী থাকেন।’

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ