ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের গ্যারেজে অগ্নিকাণ্ড

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-০১-২০২৫ ১০:০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ১০:০৮:২৯ পূর্বাহ্ন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের গ্যারেজে অগ্নিকাণ্ড
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের এক গ্যারেজে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।

সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানিয়েছেন।

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের গ্যারেজে অগ্নিকাণ্ড

তিনি জানান, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ট্রাকস্ট্যান্ডের এক গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ