ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক রায়হান

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০১:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:১১:১০ অপরাহ্ন
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব, সম্পাদক রায়হান
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী একে এম রাকিবকে সভাপতি এবং ইতিহাস বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক মো. ফারুক ও রবিউল হাসান নয়ন। এছাড়া দপ্তর সম্পাদক কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু মুন্সী, অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল আমিন, সহ-অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান হিমেল, আইন বিষয়ক সম্পাদক তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রয়েছেন।

সভাপতি এ কে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে,ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।

এর আগে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ রাইসুল ইসলাম সভাপতি ও আবু বকর খানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর টানা তিন বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি ছিল না।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ