ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বিজয় র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীর মৃত্যু

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:১০:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:১০:২৬ পূর্বাহ্ন
বিজয় র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীর মৃত্যু
কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফাহাদুল ইসলাম রাফি (২০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাহাদুল ইসলাম রাফি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু জানান, সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে চাঙ্গিনী নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার রাত ১০টায় চাঙ্গিনি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ