ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ফাঁড়ির পাশেই যুবককে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ উদ্ধারে ঠেলাঠেলি

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন
ফাঁড়ির পাশেই যুবককে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ উদ্ধারে ঠেলাঠেলি
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫টায় শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোড মোড় থেকে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাকে ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম এবং মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিংয়ের গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলেও ভোর সাড়ে ৬টায় মৌচাক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এলেও মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

এদিকে সকাল ৮টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনা আসলেও হত্যাকাণ্ডের মরদেহ উদ্ধার করবে না বলে জানালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের মাঝে ঠেলাঠেলে লাগে। পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।

ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ