ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

উকুলেলে বাজানো মেয়েটি এবার সিনেমায়

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১১-১২-২০২৪ ১১:৪৫:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ১১:৪৫:৩২ পূর্বাহ্ন
উকুলেলে বাজানো মেয়েটি এবার সিনেমায়
উকুলেলে বাজানো মেয়েটি এবার সিনেমায়
ছোটবেলায় হতে চাইতেন মডেল। বড়বেলায় হলেন কণ্ঠশিল্পী। উকুলেলে বাজিয়ে তার গাওয়া ‘আমি ভুলে যাই’ গানটি তাকে দিয়েছে জেন-জিদের ভালোবাসা, বড়দের স্নেহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উকুলেলে হাতে গান গাওয়া মেয়েটিকে এবার দেখা যাবে সিনেমায়।

তার নাম পারশা মাহজাবীন পূর্ণি। ২০২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন চলাকালে তার লেখা-সুরে গাওয়া ‘চলো ভুলে যাই’ গানটি পৌঁছে যায় কোটি কোটি হৃদয়ে। এখন অনেক জায়গায় গান গাওয়ার আমন্ত্রণ পাচ্ছেন তিনি। ডাক পেয়েছেন অভিনয়েরও। আসছে ভালোবাসা দিবসে একটি একক নাটকে দেখা যাবে তাকে।


পারশার দেশের বাড়ি দিনাজপুর। বাবার চাকরির সূত্রে জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা বগুড়ায়। গান শিখেছেন মায়ের কাছে। পরে বগুড়ার চর্চা সাংস্কৃতিক একাডেমিতে। শাস্ত্রীয়সংগীত, রবীন্দ্র-নজরুল ও লোকসংগীত চর্চা করছিলেন পারশা। ২০১৯ সালে হঠাৎ চ্যানেল খোলেন ইউটিউবে। তাতে আপলোড করতে থাকেন কাভার গান। সবই চলছিল সরল গতিতে। হঠাৎ তার জীবনগতি বদলে দেয় ওই গানটি। পারশা মাহজাবীন বলেন, “চলো ভুলে যাই” গানটি আমাকে অনেক কিছু দিয়েছে। এই গানের জন্য অনেক মানুষের ভালোবাসা পেয়েছি।’ পারশার চ্যানেলে গেলেই গানটি শোনা যাবে। তবে ‘চলো ভুলে যাই’ গানটি নতুন করে রেকর্ড হবে বলে জানালেন শিল্পী। তখনও সেটা শোনা যাবে তার চ্যানেলে, থাকবে আরও কয়েকটি নতুন গানও।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন পারশা মাহজাবীন। ‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। ছবিটিতে আরও কাজ করবেন তানজিন তিশা, প্রীতম হাসান প্রমুখ। নতুন সিনেমায় যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ জানা গেছে ‘ঘুমপরী’ ভালোবাসার গল্প। সঙ্গে থাকবে রহস্য। শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং।

অভিনয়ে কি নিয়মিত হবে পারশা? জানতে চাইলে তিনি বলেন, ‘গল্প, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান ও সহশিল্পী কারা, তার ওপর নির্ভর করবে যে আমি কাজ করতে পারবো কি না। সেসব যদি মিলে যায়, তাহলে অভিনয় করবো।’ নতুন ছবিতে পারশাকে কি প্রীতমের নায়িকা হিসেবে দেখা যাবে? শুটিং শেষ করার আগে এ নিয়ে মুখ খুলতে রাজি হননি এই নবাগত অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ