ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল শাহরিয়ারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে মানহানির প্রতিবাদ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৬:৫৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৬:৫৭:০৫ অপরাহ্ন
বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল শাহরিয়ারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে মানহানির প্রতিবাদ
সম্প্রতি “দ্য ডেইলি ক্যাম্পাস”সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “তোর প্যান্ট খুলে ফেলবো—ঢাবি শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র লজিস্টিক ম্যানেজার এবং সদ্য বহিষ্কৃত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল শাহরিয়ার এই সংবাদকে ভিত্তিহীন, মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
 
সোহেল শাহরিয়ারের ভাষ্যমতে, প্রকাশিত প্রতিবেদনটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হুমকি দেওয়া এবং রাকিবুজ্জামান নামক একজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি জানান, “এ ধরনের অভিযোগে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। অডিও ক্লিপের ভিত্তিতে এসব দাবি করা হয়েছে, যা যাচাই না করেই প্রকাশ করা হয়েছে। তাছাড়া, প্রতিবেদনে আমার বক্তব্য নেওয়ার কোনো প্রচেষ্টা করা হয়নি। এটি উদ্দেশ্যপ্রণোদিত একটি সাজানো গল্প।”
 
সোহেল শাহরিয়ার উল্লেখ করেন যে, গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালকের অফিসে পূর্ব-নির্ধারিত বোর্ড মিটিং চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মিটিংয়ের সময় খান মো. আক্তারুজ্জামানের প্রতিনিধি পরিচয়দানকারী একজন ব্যক্তি, সম্মানিত ফাউন্ডিং পরিচালক মুফতি কাজী ইবরাহিমকে অপমানজনক ভাষায় আক্রমণ করেন। উপস্থিত ব্যক্তিরা এই আচরণের প্রতিবাদ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোহেল শাহরিয়ার আরও জানান, অভিযুক্ত ব্যক্তিরা স্কুলের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন। এ ঘটনা সম্পর্কে বিদ্যালয় পরিচালনা পর্ষদ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২২৭৫) দায়ের করেছে।
 
সোহেল শাহরিয়ার তার প্রিয় সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টির সঠিক তদন্ত করার এবং তাকে পুনর্বহাল করার আবেদন জানিয়েছেন। তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন এবং গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রচারের আহ্বান জানিয়েছেন।
 
সোহেল শাহরিয়ার জোর দিয়ে বলেন, “আমি কখনো কাউকে হুমকি বা অশোভন আচরণ করিনি। আমি মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
 
সোহেল শাহরিয়ার তার মানহানি রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে মিথ্যা তথ্য প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ