স্বল্প বাজেটে অ্যানিমেশন তৈরিতে মেহেদীর সাফল্য
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২৮-১১-২০২৪ ১১:২৮:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৪ ১১:২৮:০০ পূর্বাহ্ন
অ্যানিমেশন একসময় শুধু আন্তর্জাতিক মঞ্চের বড় বড় প্রোডাকশন হাউজগুলোর দখলে ছিল এখন তা বাংলাদেশের তরুণদের সৃজনশীলতায় নতুন উচ্চতায় পৌঁছেছে। স্বল্প বাজেটে তৈরি হলেও মান ও গল্প বলার দক্ষতায় এগিয়ে থাকা অ্যানিমেশন সিরিজগুলো দেশের দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণ অ্যানিমেটর মো. মেহেদী হাসান তার অ্যানিমেশন চ্যানেল ‘কমন টিভি’ দিয়ে এ খাতে নতুন মাত্রা যোগ করেছেন।
স্বল্প বাজেটে বিশ্বমানের কাজ
মেহেদী হাসান দেখিয়েছেন যে সীমিত বাজেটেও আন্তর্জাতিক মানের অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ডোরেমন, মটু-পাতলু কিংবা বড় বড় আন্তর্জাতিক সিরিজের যেখানে কোটি টাকার বাজেট প্রয়োজন, সেখানে মেহেদীর কাজ স্বল্প রিসোর্সেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। তার জনপ্রিয় সিরিজ ‘বোকা বাঘ ও চালাক হরিণ' এবং ‘ভাগের বউ মানুষ’ এ মিশনের উজ্জ্বল উদাহরণ।
‘ভাগের বউ মানুষ’ সিরিজটি তার আরও একটি সাড়া জাগানো কাজ, যেখানে সামাজিক সমস্যাগুলোকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি প্রথাগত সম্পর্ক, বিশ্বাস এবং পারিবারিক বন্ধন নিয়ে। এ সিরিজটি শুধু বিনোদনের জন্য নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তাও বহন করে।
এ প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, এ কাজের মাধ্যমে আমরা সমাজের বাস্তব সমস্যাগুলো মজার আঙিকে তুলে ধরতে চেয়েছি, যাতে দর্শকরা বিনোদনের পাশাপাশি সচেতনও হয়।
অ্যানিমেশনের ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনা
বর্তমান সময়ে অ্যানিমেশনের চাহিদা ব্যাপক বেড়েছে। শুধু বিনোদন নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও অ্যানিমেশন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য অ্যানিমেশন ব্যবহার করছে।
মেহেদীর ভাষ্যমতে, বাংলাদেশের তরুণরা যদি সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করতে পারে, তাহলে অ্যানিমেশন সেক্টর ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারবে।
অ্যানিমেশন শেখানোর উদ্যোগ
অ্যানিমেশন শিখতে আগ্রহীর সংখ্যা অনেক। অনেকে এ বিষয়ে জানার অভাবে শিখতে পারছেন না। সার্বিক বিষয় মাথায় রেখে শিগগির একটি অ্যানিমেশন কোর্স চালু করতে যাচ্ছেন মেহেদী। তার আশা, দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা অ্যানিমেশন সেক্টরে কাজ করে বেকারত্ব দূর করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স