ডুয়েট বন্ধ ঘোষণা, ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
সরকারের নির্দেশনা মেনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ বেলা ২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার মো. মফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের ১৭ জুলাই বেলা ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স