ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
২৬-১১-২০২৪ ১১:০৮:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৪ ১১:০৮:০৫ পূর্বাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউন ও ইইইউ অন্তর্ভুক্ত ৮ দেশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (২৫ নভেম্বর) গুলশানে রাষ্ট্রদূতের বাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে এই সাক্ষাৎকারে অংশ নেয় জামায়াত।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের ৮ দেশের প্রতিনিধিরা হলেন জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উওদস্ট্রা।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স