ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৩৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৩:৩৪:৫১ অপরাহ্ন
মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

একসময়ের আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্ট দিয়ে অভিনেতা সাজু খাদেম লেখেন,‘ চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া।’

অনেকেই ক্যামেলিয়া মোস্তফাকে প্রয়াত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বোন বলে জানেন। মূলত তিনি দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের মেয়ে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। গণমাধ্যমকে অভিনেতা সাজু জানান, এদিন সকালে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ক্যামেলিয়া মোস্তফার।

কন্যাসন্তান ক্যামেলিয়ার জন্মের পর বিবাহবিচ্ছেদ হয় শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা বিজু দম্পতির। এরপর অভিনেতা গোলাম মুস্তাফার সঙ্গে বিয়ে হয় হোসনে আরা রিজুর। তারপর মুস্তাফা পরিবারেই বেড়ে উঠেছেন ক্যামেলিয়া মোস্তাফা।

উল্লেখ্য, ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি করতেন। এছাড়া অভিনয়ও করতেন তিনি। পরে পাড়ি জমানো দেশের বাইরে। কিছুদিন হয় দেশে ফিরেছিলেন এ আবৃত্তিশিল্পী।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ