ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পাওয়ার বাটন কাজ না করলে আইফোন বন্ধ করবেন যেভাবে

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১১:৪৩:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১১:৪৩:০৫ পূর্বাহ্ন
পাওয়ার বাটন কাজ না করলে আইফোন বন্ধ করবেন যেভাবে
স্মার্টফোনের জরুরি একটি বাটন হচ্ছে এই পাওয়ার বাটন। যেটি ছাড়া ফোন অন অফ করা দুসাধ্য। বিভিন্ন কাজে সবার প্রথমে সেই পাওয়ার বাটনই ব্যবহার করা হয়। কিন্তু, স্মার্টফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হয়।

তবে এটি যদি আপনার আইফোনের বেলায় হয়, তাহলে আইফোনটি রিস্টার্ট বা পাওয়ার অফ করবেন কীভাবে। কারণ আইফোন অন এবং অফ করার জন্য এর ইউজাররা পুরোপুরি পাওয়ার বাটনের উপর নির্ভরশীল। কিন্তু, আইফোনের পাওয়ার বাটন কাজ করা বন্ধ করে দিলে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এর অবশ্য একটি উপায় আছে।

সেটিংসে গিয়ে আইফোন বন্ধ করতে পারবেন-
এজন্য সবার প্রথমে আইফোনের সেটিংস অপশনে যেতে হবে।
>> এরপর জেনারেল অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাক্সিসিবিলিটি অপশনে যেতে হবে।
>> এরপর শাট ডাউন অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর ড্রাগ-ডাউন স্লাইডার ব্যবহার করে নিজেদের আইফোন বন্ধ করতে হবে।

সিরি ব্যবহার করে আইফোন রিস্টার্ট করতে পারবেন
তবে আইফোনের ইউজাররা সিরিকে নিজেদের আইফোন পুনরায় চালু করার জন্য নির্দেশ দিতে পারেন। এই ক্ষেত্রে শুধু বলতে হবে, ‘হেয় সিরি, রিস্টার্ট মাই আইফোন।’ কিন্তু এই কমান্ডটি সক্রিয় করতে যা করতে হবে দেখে নিন-

>> প্রথমে ব্যবহাকারীদের নিজেদের আইফোনের সেটিংস অপশনে যেতে হবে।
>> এরপর সিরি অপশনে যেতে হবে এবং সার্চ করতে হবে।
>> লিসেন ফর হেয় সিরির পাশে থাকা টগল টার্ন অন করতে হবে।
>> এরপর পরীক্ষা করার জন্য হেয় সিরি বলতে হবে।
>> এবার রিস্টার্ট আইফোন কমান্ড দিতে হবে।
>> এরপর আইফোন স্ক্রিনে একটি পপ-আপ বিকল্প প্রদর্শিত হবে। কেউ যদি পুনরায় ফোন রিস্টার্ট করতে চায় তবে ইয়েস অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: নিউজ১৮

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ