ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মধ্যপ্রাচ্যে শান্তি চান ট্রাম্প

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০২-১১-২০২৪ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৪ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে শান্তি চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর বেশি সময় বাকি নেই। শেষ সময়ে নিজেদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেছেন ট্রাম্প।

সে সময় সমর্থকরা ট্রাম্পকে বলেন, তারা এমন একটি সময়ের কথা কল্পনা করছেন যেখানে ট্রাম্প প্রশাসনের অধীনে বিশেষ করে লেবানন এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা হবে।


শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব-সংখ্যাগরিষ্ঠ শহরের বাসিন্দা আলবার্ট আব্বাস বলেন, বর্তমান এই মার্কিন প্রশাসন মানবতার সব দিক থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে।

আব্বাস বলেন, ফিলিস্তিনকে মুছে ফেলার যে প্রচেষ্টা তা দেখে তিনি নীরবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এভাবে রক্তপাত বন্ধ করতে সহায়তা করার জন্য ট্রাম্পকে অনুরোধ জানান তিনি।


সে সময় ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি চানান। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই, সব জায়গায়, সর্বত্র শান্তি চাই।

ডিয়ারবর্নে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন বাইডেন। সেখানে গত বারের নির্বাচনে তার প্রতিই সমর্থন বেশি ছিল। কিন্তু গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে বাইডেন-হ্যারিস প্রশাসনের প্রতি সেখানকার বেশিরভাগ বাসিন্দাই বেশ বিরক্ত।

এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ৮২৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এবং সেখানে হামলা এখনও অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ