ঢাকা , বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বুধবার হজ প্যাকেজ ঘোষণা: ধর্ম উপদেষ্টা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৮:১৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৮:১৫:১২ অপরাহ্ন
বুধবার হজ প্যাকেজ ঘোষণা: ধর্ম উপদেষ্টা ছবি: সংগৃহীত

আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবারে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

 

সোমবার দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে 'সম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

 

ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজ প্যাকেজের খরচ গত বছরের তুলনায় কমানো হবে। যদিও সঠিক কতটা কমানো হবে তা স্পষ্ট করেননি, তবে বিমান ভাড়া ও সরকারি ট্যাক্স কিছুটা হ্রাস করা হয়েছে বলে জানান তিনি। ডলারের দাম বৃদ্ধি সত্ত্বেও, অন্যান্য খাতে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে।

 

ধর্ম উপদেষ্টা সতর্ক করে বলেন, কোনো এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেননি।

 

এছাড়া তিনি হিলি মাদরাসা মাঠ সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে টিআর ও জিআর প্রকল্প থেকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে তিনি হিলি স্থলবন্দরের পানামা ওয়ারহাউজও পরিদর্শন করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ