সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০৫ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন, বাকি ৭৯২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। একই সময়ে ১২০৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ১০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫৩ হাজার ৮৫৮ জন।