ঢাকা , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৮:০৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৮:০৭:১৪ অপরাহ্ন
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১:৪৫ মিনিট থেকে বিকেল ২:৪৫ পর্যন্ত বৈঠকটি চলে।

 

বিএসএফের আমন্ত্রণে এই বৈঠকে অংশ নেয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ৩২ বিএসএফ গেঁদে ক্যাম্পের সেক্টর কমান্ডাররা। বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম বৈঠকে নেতৃত্ব দেন, আর বিএসএফের পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার অংশগ্রহণ করেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির ১০ জন এবং বিএসএফের ১২ জন কর্মকর্তা। বৈঠকের শুরুতে বিজিবি প্রতিনিধিরা গেঁদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফের সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

 

বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, "সীমান্ত এলাকার কার্যক্রমে ১৯৭৫ সালের বর্ডার গাইডলাইন অনুসরণ করা জরুরি এবং সীমান্ত হত্যার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মানা উচিত।" এছাড়া সীমান্তে মাদক পাচার ও মানব পাচার রোধে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বিএসএফ কমান্ডার সঞ্জয় কুমার তার বক্তব্যে বিজিবি কমান্ডারের প্রস্তাবে একমত পোষণ করেন এবং উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ করে পারস্পরিক মঙ্গল কামনা করেন।

 
 
 
 
 
 
 
 

 

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ