ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্লেনে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১১:১৮:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১১:১৮:০১ পূর্বাহ্ন
প্লেনে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান
সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ ও ইরান।
 
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানিয়েছেন, মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস প্লেনের কেবিন বা লাগেজে বহন করা যাবে না।
 
সপ্তাহ তিনেক আগে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে ঘটে যাওয়া নাশকতা হামলায় পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৩৯ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হন। আহতদের মধ্যে তেহরানের লেবাননস্থ রাষ্ট্রদূত মোজতাবা আমানিও ছিলেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান ও হিজবুল্লাহ।
 
 
ওই ঘটনার পর প্লেনে পেজার এবং ওয়াকিটকি নিষিদ্ধ করে আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস। এছাড়া, অক্টোবরের শুরুতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানের ফ্লাইট বন্ধ করে দেয়।
 
ইরান গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেলসহ অঞ্চলটির নেতাদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছিল তেহরান।
 
এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানের বিরুদ্ধে ‘মরণঘাতী, নির্ভুল এবং অবাক করার মতো’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ