ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১২:১৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১২:১৪:০৬ অপরাহ্ন
অস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর
দ্য জেব্রাজ’ ছবির ট্রেলার উন্মোচিত হয়েছিল ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এবারে অস্কারের জন্য প্রস্তুত ছবিটি। নির্মাতার উদ্যোগে স্বাধীনভাবে অস্কারে পাঠানো হয়েছে ছবিটি। এরই মধ্যে সাধারণ শাখায় নাম লিখিয়েছে এটি। যদিও এই মুহূর্তে সেটি রয়েছে প্রথম রাউন্ডে। সামাজিক মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন ছবির অন্যতম প্রধান শিল্পী প্রিয়াঙ্কা সরকার। অস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর?
 
‘দ্য জেব্রাজ’ ছবিটি বানিয়েছেন বাঙালি পরিচালক অনীক চৌধুরী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ছবির গল্প। বলা হচ্ছে, এআই বহু মানুষের চাকরি খেয়ে ফেলবে, সভ্যতা পড়বে সঙ্কটের মুখে। ঠিকমতো ব্যবহার করা না হলে সাজানো সমাজব্যবস্থা ধ্বংস করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এসব নিয়েই ‘দ্য জেব্রাজ’-এর গল্প।
 
ছবি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে অনীক চৌধুরী বলেছেন, ‘এখনকার মডেলিংয়ের দুনিয়ায় এআই কী কুপ্রভাব ফেলছে, এই ছবিতে সেটাই দেখানো হয়েছে। মডেলদের পাশাপাশি ফটোগ্রাফারদের ক্যারিয়ারেও থাবা বসাচ্ছে এআই। ফটোগ্রাফাররা তবু কোনো না কোনোভাবে কাজ করে বেঁচে যাচ্ছে, কিন্তু মডেলরা তো অসহায়।’
 
এ সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা যাবে একজন সুপারমডেলের ভূমিকায়। অন্যদিকে অভিনেতা ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের শারিব হাশমিকে পাওয়া যাবে মডেল ফটোগ্রাফার হিসেবে। পরিচালক জানান, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক কিম-কি-দুক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শারিবের চরিত্রটি রেখেছেন। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঊষা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখা যাবে মডেলিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খরচ কমাতে! সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদেও এআই নিয়ে নিজের আশঙ্কার কথা তুলেছিলেন নোবেলজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।
 
এআই, ভারত, অস্কার, বাঙালি, সিনেমা, মডেলঅস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর
 
আবহসংগীত ‘দ্য জেব্রাজ’ ছবির অন্যতম শক্তিশালী চরিত্র, জানিয়েছেন পরিচালক। ‘দ্য জেব্রাজ’ ছবিতে আবহসংগীত করেছেন ইতালিয় সুরকার ফাবিও আনাস্তাসি, সাউন্ড ডিজাইন করেছেন অরুণ রামা ভার্মা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ