ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

অফিসের কাজে এসেছিলেন ঢাকা, প্রাণ গেলো ছিনতাইকারীর ছুরিকাঘাতে

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন
অফিসের কাজে এসেছিলেন ঢাকা, প্রাণ গেলো ছিনতাইকারীর ছুরিকাঘাতে
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সোহান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। অফিসের কাজে পাবনা থেকে ঢাকা এসেছিলেন সোহান।
 
রোববার (৬ অক্টোবর) ভোরে সোহান ছিনতাইকারীর কবলে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
 
সোহানের ভাই মো. শাওন বলেন, সোহান পাবনায় এক কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন। অফিসের কাজে আজ রোববার ভোরে তিনি ঢাকা আসেন। ভোরে উত্তরায় বাস থেকে নেমে নিজ কাজে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন।
 
এসময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থেকে টাকা নিয়ে পালিয়ে যান। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
 
নিহত সোহান পাবনা জেলার সদর উপজেলার কুবাদ আলীর সন্তান। দুই ভাইয়ের মধ্যে সোহান বড়। এক বছর আগে তিনি বিয়ে করেছেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ