ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কোটা আন্দোলনে রাজনীতি যুক্ত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০৪:৪৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০৪:৪৮:৩২ অপরাহ্ন
কোটা আন্দোলনে রাজনীতি যুক্ত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সরকার যে কোটা বাতিল করেছিল সেটিই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর পরও যখন আন্দোলন হয় তখন বুঝতে হবে এর সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৪ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রী।

কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘কোটার বিষয়টি হাইকোর্টের মাধ্যমে এসেছে। সরকার শিক্ষার্থীদের ওপর সহানুভূতিশীল হয়ে পুরো কোটাই বাতিল করে দিয়েছিল। কোটা পদ্ধতি বাতিল করার পর কোটাবিহীনভাবেই চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল। সরকার সেটিকে পুনর্বহাল করেনি, সে ব্যাপারে সরকারের কোনো উদ্যোগও ছিল না।’

তিনি বলেন, ‘হাইকোর্ট রায় দিয়েছিলেন সেটিকে পুনর্বহাল করতে হবে। আবার সেটিকে স্থগিত করা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন। যেহেতু আদালতের কারণে বিষয়টি সামনে এসেছে, সামাধান আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতে বিচারাধীন বিষয়ের ওপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আদালত অবমাননা হবে।’

কোটা আন্দোলনে ভর করে বিএনপি সুযোগ নেওয়ার চেষ্টা করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি তো সবসময় চায়... নিজেদের তো কিছু করার ক্ষমতা নেই। তারা অপরের ঘাড়ে চেপে কোনো সময় কোটার ওপর ভর করে, কোনো সময় তেল-গ্যাসের ওপর ভর করে, কোনো সময় আবার অন্য কিছুর ওপর ভর করে। বিএনপি এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। অর্থাৎ যে কোটা সরকার বাতিল করেছে সেটিই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এরপরও যখন আন্দোলন হয় বুঝতে হবে এর সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ