৩ ঘণ্টা পর গুলিস্তানে যান চলাচল শুরু
কোটাবিরোধী আন্দোলনে গণপদযাত্রা শেষ হওয়ার পর গুলিস্তান এলাকায় যান চলাচল শুরু হয়েছে। আশপাশের সড়কে স্থবির হয়ে থাকা যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে বিকেল পৌনে ৪টার দিকে। প্রায় ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল এই রুটে।
সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান থেকে শিক্ষার্থীরা বঙ্গভবনে যাওয়ার সময় তীব্র যানজট লেগে যায় এই এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
আজিজ নামে এক ব্যবসায়ী জানান, প্রতিদিন আন্দোলনের কারনণে এই এলাকায় যানজট তৈরি হচ্ছে। তীব্র গরম আর জ্যামে ভোগান্তি তো এমনই বেশি, তার ওপর এই আন্দোলন।
গুলিস্তানে অবরোধে যান চলাচল বন্ধ
এর আগে দুপুর দেড়টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধে গুলিস্তানসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন জায়গায় বাঁধার সন্মুখীন হন তারা। দুপুর ২টা ৪০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান তারা। এসময় শিক্ষার্থীদের ১২ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে বঙ্গভবনে প্রবেশ করেন। পরে সেখান থেকে বের হয়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স