শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবি হবে অনন্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়কে গবেষণা নির্ভর হিসেবে গড়ে তুলতে চাই।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘প্রশাসনিক ভবন-২’ এ উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ চার মাসের অধিক সময় ধরে অচলাবস্থায় রয়েছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়কে পুনরায় সচল করতে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া শুরু করেছি। এখনো যে পদগুলো খালি আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেছি। সেখানে থাকা বিভিন্ন সমস্যা শনাক্ত করেছি, যেগুলো শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো ধরনের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor