রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, মদ, সোনা ও দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ অ্যাভিনিউয়ের একটি বাসায় অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মিলি বিদেশি মদ, পাথরসহ ১ হাজার ৩৬৭ গ্রাম সোনা, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor