ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

জাবিতে শনিবার শুরু সপ্তাহব্যাপী নাট্যপার্বণ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
জাবিতে শনিবার শুরু সপ্তাহব্যাপী নাট্যপার্বণ
রক্তিম‌ রজ্জু ছিঁড়ে রাঙ্গুক পৃথিবী’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে নাট্যপার্বণ-২০২৪। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী এ নাট্যপার্বণ ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
 
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ এ তথ্য জানান।
 
তিনি আরও জানান, প্রতিষ্ঠার ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’, ৩০ সেপ্টেম্বর ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘দ্যা আর্ট’, ২ অক্টোবর এক্টোম্যানিয়া প্রযোজিত ‘হ্যামলেট মেশিন’, ৩ অক্টোবর প্রাচ্যনাট প্রযোজনায় ‘পুলসিরাত’, ৪ অক্টোবর জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘দ্বিতীয় মৃত্যুর আগে’ এবং ৫ অক্টোবর আরশিনগর প্রযোজিত মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ মঞ্চায়িত হবে।
 
এছাড়া নাট্যপার্বণে আবুল মনসুরকে গুণীজন এবং জিয়াউল হককে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।
 
১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার মোট ১১৪টি নাটকের প্রায় চার শতাধিক সফল মঞ্চায়ন করেছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ