ব্রাজিলিয়ান রেফারির প্রতি আস্থা রাখছেন কলম্বিয়ার কোচ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
১৪-০৭-২০২৪ ১১:৪২:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৪ ১১:৪২:১৪ পূর্বাহ্ন
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়ার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করার লক্ষ্যে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে কলম্বিয়া।
ফাইনালে কনমেবলের রেফারি নিয়োগ নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে দায়িত্বে থাকছেন ৫ জন ব্রাজিলিয়ান রেফারি। বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। ফলে কনমেবলকে নিয়ে তারা নানা সমালোচনাও করেছেন। আর্জেন্টিনার ম্যাচে কেন ব্রাজিলিয়ান রেফারি রাখা হচ্ছে সেটিই তাদের প্রশ্ন।
তবে কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো ব্রাজিলিয়ান রেফারির উপর পূর্ণ আস্থা রাখছেন। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনারই এই কোচ বলেন, ‘আমি এখানে রেফারিকে নিয়ে ব্যবচ্ছেদ করতে আসিনি। আমি ব্রাজিলিয়ান রেফারিদের বিশ্বাস করি এবং আশা করবো ভালো ম্যাচ উপহার দিবেন তিনি। সেরা দলটাই মাঠের খেলায় জিতবে।’
রেফারি ইচ্ছা করে আর্জেন্টিনাকে ফাইনালে হারাবে এমনটা বিশ্বাস করেন না লরেঞ্জো। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমার মনে হয় না, রেফারিরা আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে কোন বাঁধা প্রদান করেছে। তারা প্রত্যেক ম্যাচেই যোগ্য দল হিসেবেই জয় নিয়ে ফাইনালে এসেছে।’
কোপার ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর একটি কনসার্টের আয়োজনের কথা জানিয়েছে কনমেবল। যে কারণে প্রথমার্ধের পর ২৫ মিনিট বিরতি থাকবে। তবে এই বিরতির সমালোচনা করেছেন কলম্বিয়া কোচ।
তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন কনসার্টের কারণে ২৫ মিনিট বিরতি দিতে হবে। যদি মাঠের পিচ খারাপ হয় তাহলে দুজনই তো খারাপ করবে। এর আগে আমরা ১৬ মিনিটে মাঠে ঢুকে জরিমানা গুনেছি। কিন্তু এখন ফাইনালে ২৫ মিনিটে মাঠে আসলেও কোনো জরিমানা হবে। আমি বুঝলাম না আসলে তাদের কার্যকালাপ।’
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স