ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শিগগির ফিরছেন না জায়েদ খান

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০২:২৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০২:২৭:৩৯ অপরাহ্ন
শিগগির ফিরছেন না জায়েদ খান
শিগগির দেশে ফিরছেন না আলোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে, সিনেমার কাজ না করতে পারলেও স্টেজ শো করে বেশ সময় কাটছে তার। দেশের বাইরে অবস্থানরত বাঙালিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলে দাবি এই অভিনেতার।
 
গত ২৮ জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিকে দিকে অনেকের নামে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ যে ৫৬ জনের নামে মামলা হয়েছে, তাতে রয়েছে জায়েদ খানের নামও।
 
সে বিষয়ে অবগত আছেন জানিয়ে জাগো নিউজকে জায়েদ বলেন, ‘আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই আমাদের কাজ। আমি সেটাই করেছি।’
 
বর্তমানে কানাডার একটি শহরে অবস্থান করছেন জায়েদ খান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেখানকার শো শেষ করেই কি তিনি বাংলাদেশে ফিরবেন?
 
জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি আছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’
 
তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী। কারও সঙ্গে কখনো অন্যায় করিনি, কারও কোনো ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি। আমাকেও সবাই ভালোবাসেন। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস সাহেব। তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন। আমার বিশ্বাস, এসব ভিত্তিহীন মামলার বিষয়েও তিনি দেখবেন।’
 
মামলা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা, মিথ্যা মামলা, কোনা ভিত্তিই নাই। আমি দেশের একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী। এ জন্য তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’
 
‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন ঢালিউড তারকা জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন জায়েদ খান। এখন বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন এই ঢালিউড তারকা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ