ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

একসাথে থাকার আগে স্বামীর মৃত্যু হলে কি ইদ্দত পালন করতে হবে?

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০৭:১০:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০৭:১০:১৪ অপরাহ্ন
একসাথে থাকার আগে স্বামীর মৃত্যু হলে কি ইদ্দত পালন করতে হবে? বৈবাহিক সম্পর্ক থাকলে মৃত্যুর ইদ্দত পালন করতে হয়

বিয়ের আকদের পর স্বামীর সাথে নির্জনবাস বা শারীরিক সম্পর্কের আগে স্বামীর মৃত্যু হলেও স্ত্রীর ওপর স্বামীর মৃত্যুর ইদ্দত পালন আবশ্যক হয়। মৃত্যুর ক্ষেত্রে একত্রে অবস্থান হয়েছে কি না তা ধর্তব্য হয় না। বৈবাহিক সম্পর্ক থাকলেই মৃত্যুর ইদ্দত পালন করতে হয়। স্বামীর মৃত্যুর ইদ্দতের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেন,

وَ الَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡكُمۡ وَ یَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِهِنَّ اَرۡبَعَۃَ اَشۡهُرٍ وَّ عَشۡرًا فَاِذَا بَلَغۡنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡكُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِهِنَّ بِالۡمَعۡرُوۡفِ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ


তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মারা যাবে, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে। তারপর যখন তারা ইদ্দতকাল পূর্ণ করবে, তখন তারা নিজদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে, সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা কর, সে ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক অবগত। (সুরা বাকারা: ২৩৪)

তবে স্বামী মারা যাওয়ার সময় কোনো নারী যদি গর্ভবতী থাকেন, তার ইদ্দত শেষ হয় সন্তান জন্মদান করার পর। আল্লাহ তাআলা বলেন,

اُولَاتُ الۡاَحۡمَالِ اَجَلُهُنَّ اَنۡ یَّضَعۡنَ حَمۡلَهُنَّ

গর্ভধারিনীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। (সুরা তালাক: ৪)

উল্লেখ্য যে, স্বামী-স্ত্রীর একত্রে অবস্থানের আগে তালাক হয়ে গেলে ইদ্দত পালন করতে হয় না।

স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনের সময় যে কাজগুলো থেকে নারীরা বিরত থাকবেন
১. অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে বের হতে পারবেন। যেমন পড়াশোনা, কর্মস্থলে যাওয়া, অসুস্থ হলে হাসপাতালে যাওয়া ইত্যাদি প্রয়োজনে বের হতে পারেন, তবে রাতের মধ্যে স্বামীর ঘরে ফিরে যাবেন এবং সেখানে অবস্থান করবেন।একান্ত জরুরি অবস্থা ছাড়া রাতে স্বামীর ঘর থেকে হবেন না।

২. সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তবে শরীরে দুর্গন্ধ হলে কম ছড়ায় এমন কোনো সুগন্ধি প্রয়োজন পরিমাণ ব্যবহার করতে পারেন।

৩. অলংকার পরিধান করা বা যে কোনো সাজসজ্জা গ্রহণ করা থেকে থেকে বিরত থাকবেন। যে পোশাক সাজ হিসেবে গণ্য হয়, তা পরিধান করা থেকে বিরত থাকতে হবে।

৪. সুরমা বা কাজল পরা থেকে বিরত থাকবেন। ঘুমের সময় চোখে সুরমা দেওয়ার অভ্যাস থাকলে ঘুমের সময় লাগাতে পারেন, ঘুম থেকে উঠে মুছে ফেলবেন।

ইদ্দতের সময় স্বাভাবিক কথাবার্তা ও কাজকর্ম করা বৈধ। ইদ্দতের সময় নারীরা পুরুষদের সাথে সরাসরি বা টেলিফোনে স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন। তবে বিয়ের প্রস্তাব দেওয়াব বা বিয়ে সংক্রান্ত আলোচনা থেকে বিরত থাকতে হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ